একালের ১২টি অলিখিত আদবকেতা

escalator-etiquettes photo

সৈয়দ মুজতবা আলী তাঁর দেশে ‘বিদেশে বইয়ে’ বিলেতি আদবকেতা আর বাঙালি আদবকেতার পার্থক্য উল্লেখ করতে গিয়ে লিখেছিলেন, আমরা অবলীলায় অচেনা লোককে প্রশ্ন করি, কোথায় যাবেন। কিন্তু বিলেতি রীতিতে এটি অসভ্যতা। বলতে হবে, ‘আপনি কি দূরে কোথাও যাবেন’। ফলে উত্তর দিতে চাইলে উত্তর দেয়া যায় আবার বলতে না চাইলেও ইয়েস/নো বলে দিলেই হয়। স্থান ভেদে যেমন আদবকেতার ভিন্নতা রয়েছে তেমন কাল ভেদেও কিছু ভিন্নতা রয়েছে। আধুনিককালের ১২টি আদবকেতা উল্লেখ করা হল এখানে।

12 unwritten modern day etiquettes

১. কেউ আপনাকে মোবাইল ফোনে ছবি দেখতে দেয়ার অর্থ কেবল সেটিই দেখবেন। আগে এবং পরে থাকা ছবি দেখার চেষ্টা করবেন না।

২. এসকেলেটরে সবসময় একপাশে (ডানে) দাঁড়াবেন যাতে কেউ দ্রুত যেতে চাইলে হেঁটে ওপরে উঠতে পারে।

৩.  রেস্টুরেন্ট বা এরকম পাবলিক প্লেসে মোবাইল ফোনে উচ্চ ভলিউমে ভিডিও দেখা থেকে বিরত থাকুন।

৪. বাস, ট্রেন বা লিফটে ওঠার সময় কিছুটা দূরে দাঁড়ান যাতে যারা নামছেন তারা স্বাচ্ছন্দ্যের সাথে নামতে পারেন।

৫. ভিডিও চ্যাট বা কনফারেন্সের সময় যখন আপনি কেবল শুনছেন তখন আপনার মাইক্রোফোনটি বন্ধ (মিউট) রাখুন, বিরতির সময় ক্যামেরা বন্ধ রাখুন।

৬. পরিচিত কেউ কোন কিছু বিক্রি করছে বা অর্থের বিনিময়ে সেবা দিচ্ছে এর অর্থ এই নয় যে আপনি তার কাছে ডিসকাউন্ট আশা করতে পারেন।

৭. কেউ আপনাকে গাড়ি বা মোটরসাইকেলে করে কোথাও পোঁছে দেবার কথা থাকলে আগে থেকেই বেরোন। তাকে যেন এক মুহূর্তও আপনার জন্য দাঁড়াতে না হয়।

৮. কারো সাথে নিজের সমস্যা নিয়ে আলাপ করার আগে তিনি আপনার সমস্যা শোনার মত অবস্থায় আছেন কিনা জেনে নিন।

৯. যদি কানে হেডফোন গুজে থাকে এবং আপনার সাথে কথা বলার সময়ও হেডফোন না খোলে তবে তাকে একা থাকতে দিন।

১০. কারো কাছ থেকে কিছু ধার নিলে যে অবস্থায় নিয়েছেন সে অবস্থাতেই ফেরত দিন।

১১. কেউ রেস্টুরেন্টে খাওয়াতে নিয়ে গেলে বেশি দামী আইটেম অর্ডার করা থেকে বিরত থাকুন।

১২. কাউকে ভিডিও কল করার আগে জেনে নিন তিনি প্রস্তুত কিনা।

Print Friendly, PDF & Email
  • আরও পড়ুন:

  • প্রশ্ন ও উত্তর: