নিজের অজান্তে বিদ্যুৎ বিল বাড়িয়ে ফেলছেন না তো?

পড়ার টেবিল থেকে ডেস্ক | অক্টোবর ২৮, ২০২৩

রাতভর ইন্টারনেট রাউটার চালু রাখা, মোবাইল ফোনের চার্জার সকেটে লাগিয়ে রাখা কিংবা বাড়ির টেলিভিশনটির প্লাগ লাগিয়ে রাখা এসব কারণে যে বিদ্যুৎ খরচ হয় তা খুব নগণ্য মনে হতে পারে। কিন্তু ব্রিটিশ একটি গবেষণা বলছে আপনার বিদ্যুৎ বিলের ৯% থেকে ১৬% পর্যন্ত বাঁচাতে পারেন শুধুমাত্র সকেট থেকে প্লাগ খুলে রেখে কিংবা প্লাগের সুইচ অফ রাখার মাধ্যমে।

সংশ্লিষ্টরা এসব ডিভাইসের নাম দিয়েছেন ভ্যাম্পায়ার ডিভাইস। তারা বলছেন রক্তচোষা বাদুড়ের মতই আপনার সরবরাহ থেকে বিদ্যুৎ টেনে নিচ্ছে এসব ডিভাইস।

মোবাইল ফোন, ল্যাপটপ কম্পিউটারের মত যন্ত্র সম্পূর্ণ চার্জ হয়ে যাওয়ার পরও চার্জার লাগিয়ে রাখার ফলে বিদ্যুৎ খরচ হতে থাকে।

মোবাইল ফোন চার্জার সকেটে লাগিয়ে রাখা, কেবলমাত্র রিমোট কন্ট্রোলার চেপে টেলিভিশন, সেটটপ বক্স বা শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র বন্ধ রাখা, ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ ওভেন, কফি মেশিন, বৈদ্যুতিক কেটলি, ডিশ ওয়াশিং মেশিন, প্রিন্টার, গেম কনসোল, কম্পিউটারের মত যন্ত্রগুলো স্ট্যান্ডবাই মোডে রাখা এসব বদভ্যাসের কারণে বিদ্যুৎ খরচ বেড়ে যায়। এছাড়া মোবাইল ফোন, ল্যাপটপ কম্পিউটারের মত যন্ত্র সম্পূর্ণ চার্জ হয়ে যাওয়ার পরও চার্জার লাগিয়ে রাখার ফলে বিদ্যুৎ খরচ হতে থাকে।

২০২২ সালের এক হিসেবে  যুক্তরাজ্যের এনার্জি সেভিং ট্রাস্ট জানায়  বদভ্যাস দূর করার মাধ্যমে একটি পরিবার বছরে গড়ে ৫৫ পাউন্ড বাঁচাতে  পারে।  তারা বলছে কেবলমাত্র মোবাইল ফোন চার্জার সকেটে লাগিয়ে রাখার কারণে বছরে ১.১৬ পাউন্ড বাড়তি বিদ্যুৎ বিল গুনতে হতে পারে।

কাজেই  রিমোট কন্ট্রোলার চেপে টেলিভিশন বন্ধ করার পাশাপাশি সুইচ-বোর্ডে থাকা প্লাগের সুইচটিও অফ করুন। আর সেখানে প্লাগের কোন সুইচ না থাকলে প্লাগটিই খুলে রাখুন।

Source: https://www.bbc.com/news/technology-61235367

Print Friendly, PDF & Email
  • আরও পড়ুন:

  • প্রশ্ন ও উত্তর: