অ্যারোসল ক্যান কিভাবে কাজ করে?

শিহাব উদ্দিন আহমেদ | অক্টোবর ৫, ২০১৬

আমাদের চারপাশে অহরহ ব্যবহৃত হচ্ছে এমন একটি যন্ত্র হচ্ছে অ্যারোসল ক্যান। এটিকে ঠিক যন্ত্র বলে আমরা হয়ত অনেক সময় ভাবি না।

অ্যারোসল ক্যানের ওপরের দিকে সূক্ষ্ম ছিদ্রযুক্ত একটি ভালভ থাকে, চাপ প্রয়োগ করলে যে ছিদ্র উন্মুক্ত হয়। ক্যানটি ধাতব কিংবা প্লাস্টিকের তৈরি হতে পারে। ভালভটি একটি নল দ্বারা ক্যানের প্রায় তলদেশ পর্যন্ত যুক্ত থাকে। পণ্যটিসহ (পারফিউম, কীটনাশক) সঞ্চালক (propellant) গ্যাস ক্যানের ভেতর উচ্চচাপে রাখা হয়। এটি গ্যাসীয় অবস্থায় থাকতে পারে আবার উচ্চচাপে তরলীভূত হতে পারে। যখন ভালভে চাপ প্রয়োগ করা হয় তখন সূক্ষ্ম ছিদ্রপথ উন্মুক্ত হয় এবং পণ্যটি (পারফিউম বা অন্য কিছু) বের হয়ে আসে। বাইরের নিম্নচাপে সঞ্চালক গ্যাস বাষ্পীভূত হয়ে যায়। সংক্ষেপে এটাই এরোসল ক্যানের কার্যপদ্ধতি।

aerosol-can

Print Friendly, PDF & Email
  • আরও পড়ুন:

  • প্রশ্ন ও উত্তর: