পর্বতের বিশালতা দেখে আপাতদৃষ্টে মনে হতে পারে এগুলো কখনো বদলায় না, চিরকাল একই অবস্থায় থাকে। আসলে তা নয়। এগুলোর উচ্চতা যেমন বাড়তে পারে, তেমন আবার পর্বত ক্ষয়ে পাহাড়ে, এমনকি সমভূমিতেও পরিণত হতে পারে। হিমবাহের বরফ পর্বতের পাথরে ভাঙন ধরাতে পারে, আবার মাটি ও পাথরের কণা ধীরে ধীরে বৃষ্টির পানির সাথে ক্ষয়ে যেতে পারে।
পর্বত সৃষ্টি … বাকি অংশ