জনগণের সরকার, জনগণের দ্বারা, জনগণের জন্য…
Government of the people, by the people, for the people….
মনে করা হয় ১৩৮৪ সালে বাইবেলের অনুবাদ প্রকাশের সময় লেখা ভূমিকায় জন উইক্লিফ প্রথম কথাটি ব্যবহার করেছিলেন। তিনি লিখেছিলেন, “The Bible is for the Government of the People, by the People, and for the People”। এরপর ১৮৬৩ সালে বিখ্যাত গেটিসবার্গ ভাষণে আব্রাহাম লিংকন কথাটি ব্যবহার করেন। তিনি বলেন, “government of the people, by the people, for the people, shall not perish from the earth”।