
চাঁদে বায়ুমণ্ডলের অন্যতম উৎস চাঁদের অভ্যন্তরভাগ। ভূমিকম্প এবং তেজস্ক্রিয় ক্ষয়ের মাধ্যমে বিভিন্ন ধরনের গ্যাস বেরিয়ে আসে। হালকা গ্যাসীয় কণাগুলো প্রায় সাথে সাথেই মহাকাশে হারিয়ে যায়। আর চাঁদের অভ্যন্তরভাগ থেকে বেরিয়ে আসা গ্যাস এ ঘাটতি পূরণ করতে থাকে।
সূর্যের আলো, সৌরঝড় এবং মহাকাশ থেকে আশা ক্ষুদ্র কণিকা বা মাইক্রোমিটিওরাইট চাঁদের মাটিতে আঘাত হানার ফলেও বিভিন্ন ধরনের গ্যাসীয় কণা নিঃসৃত হয়। এর একটি অংশ মহাকাশে মিলিয়ে যায় আর বাকি অংশ চাঁদের পাতলা বায়ুমণ্ডল বা এক্সোস্ফিয়ারে থেকে যায়।
সূর্যের অতিবেগুনী রশ্নির আঘাতে এসব গ্যাসীয় কণা থেকে ইলেকট্রন বেরিয়ে আসে যার ফলশ্রুতিতে গ্যাস অণুগুলো আয়নিত হয়ে পড়ে। চার্জিত এসব কণা চাঁদের আকাশে ১ মাইলের বেশি ওপরে উঠে যেতে পারে। রাতের বেলা ঘটে বিপরীত ঘটনা। সূর্যের আলোর অনুপস্থিতিতে এসব চার্জিত কণা সৌর ঝড় থেকে ইলেকট্রন গ্রহণ করে নিচের দিকে নেমে আসে। দিনে ও রাতে এই প্রবাহ চলতে থাকে। যা অনেকটা পৃথিবীর সূর্যাস্তের মত আভা তৈরি করে। একে বলা হয় লুনার হরাইজন গ্লো। এপোলো মিশনের নভোচারীরা বেশ কয়েকবার এ দৃশ্য দেখেছেন।











