ইলেকট্রিক ডিসচার্জ বা তড়িৎ ক্ষরণ

শিহাব উদ্দিন আহমেদ | সেপ্টেম্বর ২, ২০১৫

Electric_discharge-2তড়িৎ ক্ষরণ কি?

কঠিন, তরল বা গ্যাসীয় পদার্থের মধ্য দিয়ে বিদ্যুতের প্রবাহকে তড়িৎ ক্ষরণ বলা হলেও সাধারণত তড়িৎ ক্ষরণ বলতে গ্যাসের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহকেই বোঝানো হয়।

গ্যাস কি বিদ্যুৎ পরিবাহী?

সাধারণভাবে গ্যাস বিদ্যুৎ পরিবাহী নয়। গ্যাস বা আমাদের চারপাশের বায়ু বিদ্যুৎ পরিবাহী হলে ব্যাটারি চার্জ ধরে রাখতে পারত না, বৈদ্যুতিক যন্ত্রপাতিগুলোর ধনাত্মক ও ঋণাত্মক প্রান্তগুলো আলাদা রাখা যেত না।

তড়িৎ ক্ষরণে কি ঘটে?

সহজ কথায় তড়িৎ ক্ষরণে গ্যাসের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হয়।

গ্যাসের মধ্য দিয়ে কিভাবে তড়িৎ প্রবাহিত হয়?

সাধারণত গ্যাসের অণুগুলোর চার্জ নিরপেক্ষ, ফলে এগুলো বিদ্যুৎপ্রবাহে কোন ভূমিকা রাখে না। কিন্তু আয়ন বিদ্যুৎ প্রবাহে সহায়তা করে। গ্যাস আয়নিত হলে তার মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হতে পারে। কসমিক রশ্মির প্রভাব, তেজস্ক্রিয়তা ইত্যাদি কারণে আমাদের চারপাশের গ্যাস খুব সামান্য মাত্রায় আয়নিত থাকে যা বিদ্যুৎ প্রবাহে সহায়তা করে, কিন্তু এই বিদ্যুৎ প্রবাহের মাত্রা খুবই সামান্য।

বিদ্যুৎপ্রবাহের জন্য মাধ্যম প্রয়োজন। কাজেই শূন্য মাধ্যম বা ভ্যাকুয়ামে বিদ্যুৎ প্রবাহিত হতে পারে না। তবে কাচনলের ভেতরকার বায়ু পাম্পের সাহায্যে বের করে বায়ুচাপ কমিয়ে দিলে কাচনল বা টিউবটি বিদ্যুৎ প্রবাহের জন্য কিছুটা সহায়ক হয়ে ওঠে।discharge_tube

সহজ কথায় একেবারে শূন্য মাধ্যমে বিদ্যুৎ প্রবাহিত হতে পারে না ঠিকই কিন্তু বায়ুচাপ কমিয়ে দিলে সেটি বিদ্যুৎপ্রবাহের জন্য সহায়ক। এক্স-রে টিউব, ফ্লোরোসেন্ট বাতি বা টেলিভিশনের পিকচার টিউবে এ বৈশিষ্ট্যটি ব্যবহার করা হয়।

কাজেই গ্যাসের ভেতর দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হওয়ার একটি শর্ত হচ্ছে বায়ুচাপ কম হতে হবে।

Electric_discharge-1তবে বায়ুচাপ কম না হলেও গ্যাসের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হতে পারে। দুই প্রান্তের মধ্যকার বৈদ্যুতিক বিভব পার্থক্য অনেক বেশি হয়ে গেলে বায়ুমণ্ডলের ভেতর দিয়েও বিদ্যুৎ প্রবাহিত হতে পারে। আকাশে বিদ্যুৎ চমকানো বা বজ্রপাত কিংবা বৈদ্যুতিক ঝালাইয়ের সময় এমন ঘটনাই ঘটে।

কাজেই ধনাত্মক এবং ঋণাত্মক প্রান্তের মধ্যকার বিভব পার্থক্য বেশি হলে গ্যাসের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হয় বা তড়িৎ ক্ষরণ ঘটে।

গ্যাসের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহের ক্ষেত্রে উত্তাপও সহায়কের ভূমিকা পালন করে।

উচ্চমাত্রার বৈদ্যুতিক ক্ষেত্র বা বিভব পার্থক্য প্রয়োগের কারণে গ্যাসের অণু থেকে ইলেকট্রন (ঋণাত্মক চার্জগ্রস্ত কণিকা) বিচ্ছিন্ন হয়ে ধনাত্মক প্রান্তের দিকে অগ্রসর হয় এবং ধনাত্মক আয়ন ঋণাত্মক প্রান্তের দিকে অগ্রসর হয় আর এটিই গ্যাসের মধ্য দিয়ে বিদ্যুতের প্রবাহ। গ্যাসের এ আয়নিত অবস্থাকে বলা হয় প্লাজমা অবস্থা।

Print Friendly, PDF & Email
  • আরও পড়ুন:

  • প্রশ্ন ও উত্তর: