ব্লগিং-এ হাতেখড়ি

শিহাব উদ্দিন আহমেদ | আগস্ট ১, ২০১২

ThinkingAboutBlog-300x300নিজের লেখা ছাপার হরফে দেখার লোভ সকলেরই থাকে। একটি সময়ে এ সাধ পূরণে সংবাদপত্রই ছিল ভরসা। তবে দিন পাল্টেছে। এখন যে কেউ চাইলে বিনামূল্যে একটি ব্লগ একাউন্ট খুলে তার লেখা সারা বিশ্বের মানুষের সামনে তুলে ধরতে পারেন। ব্লগারের যেকোন লেখা পোস্ট করার সাথে সাথেই পৌঁছে যাচ্ছে সারা বিশ্বের মানুষের কাছে। গুরুতর কিছু না লিখলে কেউ (মডারেটর) সে লেখায় হাত চালাচ্ছে না। সম্পূর্ণ স্বাধীনভাবে মতপ্রকাশের নতুন একটি মাধ্যম হিসেবে আবির্ভূত হয়েছে ব্লগ। অবশ্য আরেকটি কথা বলা যায় অনেকের ব্লগই আছে যাদের ব্লগ সচরাচর তিনি ছাড়া আর কেউ পড়ে না। কিন্তু একটি ব্লগ সাইট আছে এ তৃপ্তির জন্যই লিখে যান অনেকে।

ব্লগ কি?

ইংরেজী weblog শব্দটি এখন সংক্ষেপে Blog নামেই বেশি উচ্চারিত হচ্ছে। ইন্টারনেটে কোন ওয়েবসাইটে যেকোন বিষয়ে নিজের মতামত দেয়া বা দিনলিপি লেখার মাধ্যমে ব্লগিং শুরু হয়েছিল। এখন অবশ্য বিভিন্ন বিস্তৃত বিষয়ে ব্লগ লেখা হচ্ছে। ব্লগের একটি প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এখানে লেখকের পোস্টগুলো কালানুক্রমে সাজানো থাকে এবং সর্বশেষ পোস্টটি সবার ওপরে থাকে।

ব্লগিংয়ের শুরু

কেউ ব্লগ লিখতে চাইলে আগে তাকে স্থির করতে হবে তিনি কি ধরনের ব্লগ ঠিকানা চান।  আলাদা ডোমেন নিয়ে বা রেজিস্ট্রেশন করে ব্লগ লিখতে চাইলে বছরে ১০ থেকে ১২ ডলার খরচ করতে হবে। তবে ডোমেন নেয়াটা জরুরি নয়। জনপ্রিয় যেকোন ব্লগ সাইট থেকে ফ্রি রেজিস্ট্রেশন করে ব্লগিং শুরু করা যেতে পারে।এক্ষেত্রে পূর্ণ ডোমেন পাওয়া যাবে না, সাবডোমেন পাওয়া যাবে। ডোমেন ঠিকানা হবে এরকম: www.username.blogsite.com। সবচয়ে বড় কথা হচ্ছে ব্লগিং শিখে ব্লগিং শুরু করা নয়, বরং ব্লগ লিখতে লিখতে শিখতে হবে।

রেজিস্ট্রেশন

যেকোন ব্লগ সাইটে একাউন্ট খুলতে হলে একটি ই-মেইল ঠিকানা প্রয়োজন হবে। তবে ব্লগস্পটে ব্লগ লিখতে চাইলে জিমেইল একাউন্ট থাকলেই চলবে।

ব্লগ সাইট:

ব্যক্তিগতভাবে ব্লগ লেখার ক্ষেত্রে ব্লগ সাইটগুলোকে মোটাদাগে দু’ভাগে ভাগ করা যেতে পারে। একটি ব্যক্তিগত ব্লগ সাইট, অন্যটি কমিউনিটি ব্লগ সাইট। ব্যক্তিগত ব্লগ সাইটে লিখলে ব্লগের ঠিকানা বা URL জানিয়ে দিতে হবে পরিচিতজনদের। কাজটি ব্যক্তিগতভাবে করা যেতে পারে আবার ফেসবুকের মত সামাজিক যোগাযোগের সাইটগুলোর মাধ্যমেও করা যেতে পারে।

আর কমিউনিটি ব্লগের বিষয়টি অন্যরকম। ব্লগ সাইটের হোম পেজে ধারাবাহিকভাবে লেখাগুলো প্রদর্শিত হতে থাকে। ফলে একটি ব্লগ লেখার সাথে সাথেই তা অনেকের নজরে আসে, তাদের কেউ কেউ পড়ে মন্তব্য করে। মন্তব্যের পাল্টা মন্তব্য হয়; এভাবে ব্লগে আলোচনা জমে ওঠে। আধুনিককালে এই কমিউনিটি ব্লগ সাইটগুলোই বেশি জনপ্রিয়।

সাইট নির্বাচন

সাইট নির্বাচনের কাজটা ব্লগারকেই করতে হবে। অনেকে একাধিক ব্লগ সাইটে একাউন্ট খোলেন এবং একটি ব্লগ লিখে একসাথে কয়েকটি সাইটে পোস্ট করেন বেশি মাত্রায় মানুষের প্রতিক্রিয়া পাওয়ার আশায়।

ফ্রি একাউন্ট খুলে ব্লগ লেখা যায় এমন কয়েকটি সাইট:

 বাংলা ব্লগ সাইটগুলোর পূর্ণাঙ্গ বর্ণানুক্রমিক তালিকা

Print Friendly, PDF & Email
  • আরও পড়ুন:

  • প্রশ্ন ও উত্তর: