মাইক্রন বা মাইক্রোমিটার কি?

শিহাব উদ্দিন আহমেদ | অক্টোবর ৩, ২০১৭

মাইক্রন বা মাইক্রোমিটার হচ্ছে দৈর্ঘ্যের অতি ক্ষুদ্র এক ধরনের একক। সাধারণত জীবকোষ, আলো বা তড়িৎ চুম্বকীয় তরঙ্গের তরঙ্গদৈর্ঘ্যের মত অত্যন্ত ক্ষুদ্র দৈর্ঘ্য প্রকাশ করতে এ একক ব্যবহার করা হয়। মাইক্রোমিটারের মাধ্যমে সূক্ষ্মভাবে দৈর্ঘ্য নির্ণয় করা যায়।

১ মাইক্রন বা মাইক্রোমিটার = ১ মিলিমিটারের ১ হাজার ভাগের একভাগ

কিংবা

১ মাইক্রন বা মাইক্রোমিটার = ১ মিটারের ১০ লাখ ভাগের একভাগ

প্রতীক: μ

1 μm = 10-6 m

Print Friendly, PDF & Email
  • আরও পড়ুন:

  • প্রশ্ন ও উত্তর: