বলা যায় হাইপোথিসিস থেকে তত্ত্ব বা থিওরি জন্ম নেয়। কোন ঘটনার ব্যাখ্যা দিতে গিয়ে হাইপোথিসিসের জন্ম হয়। আর হাইপোথিসিসের পক্ষে যথেষ্ট প্রমাণ পাওয়া গেলে সেটি তত্ত্বে পরিণত হয়। এসব প্রমাণ যোগাড়ে বিজ্ঞানীদের বছরের পর বছর লেগে যেতে পারে। তবে তত্ত্ব যে বদলায় না তা নয়। নতুন নতুন পর্যবেক্ষণ তত্ত্বকেও বদলে দিতে পারে এমনকি বাতিল করে দিতে পারে।
আরও দেখুন: