জ্বলন্ত বাল্বে পানি লাগলে ফেটে যায় কেন?

শিহাব উদ্দিন আহমেদ | আগস্ট ১৫, ২০১৬

জ্বলন্ত বাল্বে আলোর পাশাপাশি তাপও উৎপন্ন হয়। উত্তপ্ত কাচ যাতে সহজে প্রসারিত হতে পারে এবং বাল্ব ফেটে না যায় সেজন্য বাল্বের কাচ বেশ পাতলা হয়। বাল্বের কাচের সব অংশ সমানভাবে প্রসারিত হওয়ায় কোন সমস্যা হয় না। কিন্তু কোন অংশ হঠাৎ পানির সংস্পর্শে এলে সে অংশ আশেপাশের অংশের চেয়ে ঠাণ্ডা হয়ে সংকুচিত হয়। কেবল ক্ষুদ্র একটি অংশ সংকুচিত হওয়ার কারণে বাল্বের কাচ ফেটে যায়। বাইরের অক্সিজেন-সমৃদ্ধ বাতাস পেয়ে জ্বলন্ত ফিলামেন্টও পুড়ে যায়। এ প্রক্রিয়াটি একরকম নিমিষেই সম্পন্ন হয়ে যায়।

তাই জ্বলন্ত বাল্বকে সব সময় পানি থেকে দূরে রাখতে হয়। মাছের অ্যাকোরিয়ামেও বাল্ব বেশ কিছুটা ওপরে রাখতে হয় যাতে মাছের সাঁতার কাটার ফলে কোনভাবেই বাল্বে পানি না লাগে।

আরও দেখুন:

বৈদ্যুতিক বাল্বে কেন নিষ্ক্রিয় গ্যাস দেয়া হয়, কিংবা বায়ুশূন্য রাখা হয়?

Print Friendly, PDF & Email
  • আরও পড়ুন:

  • প্রশ্ন ও উত্তর: