বৈদ্যুতিক যন্ত্রপাতিতে কেন আর্থ বা ভূমি সংযোগ ব্যবহার করা হয়?

শিহাব উদ্দিন আহমেদ | আগস্ট ২৮, ২০১৮

আর্থ সংযোগ ব্যবহার করা হয় বাড়তি নিরাপত্তার জন্য। সব বৈদ্যুতিক সরঞ্জামের বাইরের কাঠামো প্লাস্টিকের তৈরি নয়। ইস্ত্রি, ওভেন, রেফ্রিজারেটর, ওয়াশিং মেশিনের মত অনেক সরঞ্জাম রয়েছে যেগুলোর বাইরের কাঠামো ধাতুর তৈরি। এদিকে ধাতু বিদ্যুতের ভালো পরিবাহী। যদিও নিউট্রাল সংযোগ থেকে শক পাওয়ার আশংকা নেই। কিন্তু কোন ত্রুটির কারণে বৈদ্যুতিক যন্ত্রের বাইরের কাঠামো লাইভ সংযোগের সংস্পর্শে এলে ব্যবহারকারী বৈদ্যুতিক শক পাওয়ার আশংকা থাকে।

earthing-oven photo

বাইরের ধাতব কাঠামোটি প্লাগের তৃতীয় পিনের মাধ্যমে ভূমির সাথে সংযুক্ত থাকে। ফলে বাইরের কাঠামো কোনভাবে লাইভ সংযোগের সংস্পর্শ পেলেও বিদ্যুৎ সহজেই অপেক্ষাকৃত মোটা পিনের মাধ্যমে সহজে ভূমিতে প্রবাহিত হতে পারে। তামার তার মানবদেহের চেয়েও ভালো বিদ্যুৎ পরিবাহী।

ভূমিতে প্রবাহিত হওয়া মানে হঠাৎ করে উচ্চমাত্রায় বিদ্যুৎ প্রবাহিত হওয়া। এর ফলে ফিউজ পুড়ে গিয়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এবং ব্যবহারকারীর বৈদ্যুতিক শক পাওয়ার আশংকা থাকে না।

আর্থিং এ ব্যবহৃত তারের রং

সাধারণত সবুজ বা হলুদ রঙের তার আর্থিং এর জন্য ব্যবহার করা হয়।

Print Friendly, PDF & Email
  • আরও পড়ুন:

  • প্রশ্ন ও উত্তর: