দক্ষিণের অ্যান্টার্কটিকা মহাদেশ হলেও আর্কটিক বা উত্তর মেরু কেন মহাদেশ নয়?

শিহাব উদ্দিন আহমেদ | আগস্ট ৩০, ২০১৬

মার্কিন যুক্তরাষ্ট্রের আলাস্কা, কানাডা, রাশিয়া, নরওয়ে, সুইডেন ডেনমার্ক, আইসল্যান্ড প্রভৃতি দেশের কিছু অংশ উত্তর মেরু এলাকার অংশ হলেও উত্তর মেরুর মূল এলাকাটি ভূখণ্ড-শূন্য। সমুদ্রের ওপর সেখানকার বরফ ভাসছে। তাই অ্যান্টার্কটিকাকে মহাদেশ বলা হলেও উত্তর মেরুর আর্কটিক এলাকাকে আর্কটিকা মহাদেশ বলা হয় না। বরং সেটিকে আর্কটিক মহাসাগর হিসেবে বর্ণনা করা হয়।

আরও দেখুন: মহাদেশ কাকে বলে?

Why-North-Pole-is-not-continent-2

Print Friendly, PDF & Email
  • আরও পড়ুন:

  • প্রশ্ন ও উত্তর: