পৃথিবীর বায়ুমণ্ডলের প্রায় পাঁচ ভাগের এক ভাগ হচ্ছে অক্সিজেন, তবে বায়ুমণ্ডলে অক্সিজেনের এই প্রাচুর্য সবসময় ছিল না।
সমুদ্রের পানির ভরের ৮৯% হচ্ছে অক্সিজেন। এছাড়া পৃথিবীর শিলাস্তরের ভরের অর্ধেকের জন্য দায়ী অক্সিজেন, অধিকাংশ শিলা অক্সিজেন সমৃদ্ধ সিলিকেট দ্বারা গঠিত। পৃথিবী জন্মের পর যে বায়ুমণ্ডল তৈরি হয়েছিল তার প্রধান উপাদান ছিল কার্বন ডাই অক্সাইড এবং সালফার যৌগ।… বাকি অংশ