যুক্তরাষ্ট্রের সেলিব্রেটি বৈমানিকে পরিণত হয়েছিলেন এমেলিয়া এয়ারহার্ট। বিমান চালিয়ে অতলান্তিক বা আটলান্টিক পাড়ি দেয়া প্রথম নারী বৈমানিক তিনি। ১৯৩৭ সাল, দুই আসনের লকহিড ইলেকট্রা বিমান নিয়ে দীর্ঘতম পথে অর্থাৎ বিষুবরেখা বরাবর পৃথিবী প্রদক্ষিণের অভিযানে বেরিয়েছিলেন, সাথে ছিলেন নেভিগেটর ফ্রেড নুন্যান। কিন্তু অভিযানের শেষ পর্যায়ে প্রশান্ত মহাসাগর পাড়ি দেবার সময় তাদের বিমানটি নিখোঁজ হয়, যার ধ্বংসাবশেষ… বাকি অংশ