এটি এক ধরনের শক্তিশালী বিস্ফোরক রাসায়নিক। গ্লিসারিল ট্রাই নাইট্রেট হিসেবেও পরিচিত। রকেটের জ্বালানি, এমনকি হৃদরোগের ওষুধ হিসেবেও নাইট্রোগ্লিসারিন ব্যবহৃত হচ্ছে। গ্লিসারিন, ঘন সালফিউরিক এসিড এবং নাইট্রিক এসিডের বিক্রিয়ায় এটি তৈরি হয়।
১৮৪৬ সালে রাসায়নিকটি আবিষ্কৃত হলেও এর ব্যবহার আয়ত্ত করতে বেশ সময় লেগে যায়। সামান্য ঝাঁকুনিতেই নাইট্রোগ্লিসারিন বিস্ফোরিত হতে পারে। ফলে এটি পরিবহন করাও বেশ… বাকি অংশ