টেক্সট কনভার্টার

শিহাব উদ্দিন আহমেদ | আগস্ট ২, ২০১২

shahid_minar photoএকটি সময় অনেক সীমাবদ্ধতার মধ্য দিয়ে কম্পিউটারে বাংলা টাইপ করতে হত। অ্যাসকি কোডে বাংলা লেখা সম্ভব ছিল না। তবু সে অ্যাসকি কোডের জন্যই বাংলা ফন্ট ডিজাইন করে বাংলা টাইপ করার ব্যবস্থা ‘বিজয় কী বোর্ড’ অত্যন্ত জনপ্রিয় হয়ে ওঠে।

কিন্তু এ পদ্ধতিতে ইন্টারনেটে বাংলা ব্যবহারে জটিলতা দেখা দেয়। তবে ধীরে ধীরে অপারেটিং সিস্টেম ও ব্রাউজারগুলো ইউনিকোড সাপোর্ট করতে শুরু করে। বাংলা বর্ণমালার জন্যও ইউনিকোড বরাদ্দ পাওয়া যায়।

আগের নন ইউনিকোড বাংলাকে ইউনিকোডে রূপান্তর করাটা একটা সমস্যা হিসেবে দেখা দেয়। আবার এডোবির সফটওয়্যারগুলোর পুরনো সংস্করণগুলোয় বাংলা ইউনিকোড ব্যবহার করা যায় না। এ অবস্থায় প্রায়ই নন-ইউনিকোড বাংলাকে ইউনিকোড বাংলায় এবং ইউনিকোড বাংলাকে নন-ইউনিকোডে রূপান্তর করার প্রয়োজনীয়তা দেখা দেয়। কনভার্টার ব্যবহার করে কাজটি সহজেই করা যায়।

ননইউনিকোড বাংলাকে ইউনিকোডে রুপান্তর করা:

কিছু ওয়েবসাইট রয়েছে যেখান থেকে কোন সফটওয়্যারের সাহায্য ছাড়াই এ কাজ করা যায়। এ রকম কয়েকটি সাইট হচ্ছে:

মুর্শেদের এডিটর ও কনভার্টার

যারা বিভিন্ন কী-বোর্ড লেআউট নিয়ে সমস্যায় ভুগছেন তাদের জন্য এই লিংক। টাইপ করতে পারবেন, কনভার্ট করতে পারবেন।  http://bnwebtools.sourceforge.net/

অভ্র কনভার্টার

এছাড়া ‘অভ্র কনভার্টার’ নামক একটি সফটওয়্যার ব্যবহার করে অফলাইনে থেকেই নন-ইউনিকোড বাংলায় টাইপ করা মাইক্রোসফট ওয়ার্ড বা এক্সেল ফাইলকে সরাসরি ইউনিকোড বাংলা টেক্সট ফাইলে রূপান্তর করা যায়। আবার কপি-পেস্ট করেও কনভার্ট করা যায়। সাইট: http://www.omicronlab.com/avro-converter.html

অথবা

http://www.brothersoft.com/avro-converter-142537.html

কনভার্টারটি অনেক সাইটেই আছে, এসব সাইটে না পেলেও সার্চ ইঞ্জিন ব্যবহার করে সহজেই পাওয়া যাবে।

Print Friendly, PDF & Email
  • আরও পড়ুন:

  • প্রশ্ন ও উত্তর: