এয়ার কন্ডিশনার (এসি) বা শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের ক্ষমতা প্রকাশ করতে টন এককটি ব্যবহার করা হয়। অথচ টন হচ্ছে ওজনের (শুদ্ধভাবে বললে ভরের) একক। এটি কিভাবে তাপের একক হয়?
উত্তর খুব সহজ। এক টন বরফ গলাতে যে তাপ প্রয়োজন হয় তা প্রায় ১২,০০০ ব্রিটিশ থার্মাল ইউনিটের সমান। কোন এসির ক্ষমতা ১ টন বলতে বুঝতে হবে সেটি ঘণ্টায় ১২,০০০ ব্রিটিশ থার্মাল ইউনিট (বিটিইউ) পরিমাণ তাপ বাইরে বের করে দিতে সক্ষম। যা প্রায় ৩৫১৭ ওয়াট এর সমান।
বরফ গলনের সুপ্ততাপ থেকে এই তাপের পরিমাণ আমরা বের করে নিতে পারি।
তবে এটি কিন্তু বিদ্যুৎ খরচের হিসাব নয়, শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র প্রতি ঘণ্টায় কি পরিমাণ তাপ বাইরে বের করে দিতে পারে বা ঘর ঠাণ্ডা করতে পারে তার পরিমাণ। কোন শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র কি পরিমাণ বিদ্যুৎ খরচ করবে সেটি নির্ভর করছে যন্ত্রটিতে কি ধরনের প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে, যন্ত্রটি কতটা দক্ষ তার ওপর।
সমান দূরত্ব অতিক্রম করেও বিভিন্ন ধরনের মোটরসাইকেল বিভিন্ন মাত্রায় জ্বালানি খরচ করে। বিষয়টি অনেকটা সেরকম।