কোমর এবং বুকের অনুপাত, ওয়েস্ট টু চেস্ট রেশিও  


কোমর এবং বুকের অনুপাত, ওয়েস্ট টু চেস্ট রেশিও


স্বাস্থ্যগত বিবেচনায় কোমর এবং বুকের অনুপাত বা ওয়েস্ট টু চেস্ট রেশিও আসলে ওয়েস্ট টু হিপ রেশিও বা WHR এর মত ততটা গুরুত্বপূর্ণ নয়। তবে সৌন্দর্য বিবেচনায় এ অনুপাতের গুরুত্ব রয়েছে।

কোমর এবং বুকের অনুপাত বা ওয়েস্ট টু চেস্ট রেশিও এর আদর্শ কোন মান নেই। বিভিন্নজনের কাছে এর সংজ্ঞা বিভিন্নরকম। সাধারণত পুরুষের ক্ষেত্রে এই মান WHR এর চেয়ে কম হলে (চওড়া বুক) ভালো বা আকর্ষণীয় মনে করা হয়। আর নারীর ক্ষেত্রে এটি WHR এর সমান হলে (বালিঘড়ির মত গড়ন) সেটিকে আদর্শ ধরা হয়। তবে এর সাথে সুস্বাস্থ্যের বিশেষ সম্পর্ক নেই।


পরিমাপের জন্য ইঞ্চি বা সেন্টিমিটার যেকোনো একক ব্যবহার করতে পারেন। তবে উভয় ক্ষেত্রে একই একক ব্যবহার করতে হবে।