তিন পিনের প্লাগ কিভাবে কাজ করে আর প্লাগের আর্থ পিন কেন অন্য দু’টির তুলনায় মোটা হয়?

শিহাব উদ্দিন আহমেদ | আগস্ট ২৮, ২০১৮

three-pin-lug-configuration photo

অনেক বৈদ্যুতিক সরঞ্জামে দু’পিনের প্লাগ ব্যবহৃত হয় আবার অনেক বৈদ্যুতিক সরঞ্জামে তিন পিনের প্লাগ ব্যবহৃত হয়। বৈদ্যুতিক যন্ত্রপাতিতে বিদ্যুৎ সরবরাহের জন্য কেবল লাইভ (live) এবং নিউট্রাল (neutral) এ দু’টি সংযোগ জরুরি আর তৃতীয়টি ব্যবহৃত হয় ভূমি বা আর্থ সংযোগের জন্য।

তিন পিনের প্লাগের বিন্যাস

প্লাগের মূল কাঠামোটি প্লাস্টিক বা রাবারের মত অপরিবাহী পদার্থে তৈরি হয় আর পিন তিনটি তৈরি হয় বিদ্যুৎ পরিবাহী পদার্থে। সাধারণত এক্ষেত্রে পিতল, তামা ও দস্তার মিশ্রণে সংকর ধাতু (brass) ব্যবহার করা হয়। ভালো মানের প্লাগে লাইভ সংযোগের সাথে একটি ফিউজও যোগ করা থাকে। এর ফলে অতিরিক্ত মাত্রায় বিদ্যুৎ প্রবাহিত হলে আপনা থেকেই সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। আর পুরো তারটি প্লাগের মূল কাঠামোর সাথে শক্ত করে এঁটে দেয়া হয়।

তিনটি তার তিন রঙের হয়ে থাকে এবং বাইরের একটি অপরিবাহী আচ্ছাদনের মাধ্যমে একত্রিত অবস্থায় থাকে। সাধারণত নীল রঙের তারটি নিউট্রাল সংযোগের জন্য ব্যবহৃত হয় এবং প্লাগের বাম পাশে যুক্ত করা হয়, বাদামী রঙের তারটি প্লাগের ডান পাশে যুক্ত করা হয় এবং লাইভ সংযোগের জন্য ব্যবহৃত হয়। আর ডোরাকাটা/হলুদ/সবুজ রঙের তারটি অপেক্ষাকৃত মোটা পিন বা ওপরের আর্থ সংযোগের জন্য ব্যবহার করা হয়।

three-pin-plug photo

আর্থিং এর পিনটি কেন মোটা?

মোটা

আর্থিং এর পিনটি কেবল মোটাই নয়, দীর্ঘও। এর কয়েকটি কারণ আছে। তৃতীয় পিনটি বৈদ্যুতিক সরঞ্জামের বাইরের ধাতব কাঠামোর সাথে যুক্ত থাকে। কাজেই কেউ ভুল করে তৃতীয় পিনটি সকেটের লাইভ সংযোগের ছিদ্রে প্রবেশ করালে বৈদ্যুতিক শক পাওয়ার আশংকা থাকে। তৃতীয় পিনটি মোটা হওয়ায় ভুল করেও সেটিকে লাইভ সংযোগের ছিদ্রে প্রবেশ করানো সম্ভব নয় ফলে ব্যবহারকারী নিরাপদ থাকেন।

দীর্ঘ

তৃতীয় পিনটি দীর্ঘ হওয়ায় প্লাগ লাগানোর সময় আর্থিং এর পিনটি সবার আগে যুক্ত হয়। আর প্লাগ খোলার সময় সবার শেষে সংযোগ বিচ্ছিন্ন হয়। এর ফলে ব্যবহারকারী বৈদ্যুতিক শক থেকে নিরাপদে থাকেন। কারণ লাইভ সংযোগ প্রতিষ্ঠার আগেই আর্থ বা ভূমি সংযোগ প্রতিষ্ঠিত হয়।

এছাড়া তৃতীয় পিনটি মোটা হওয়ায় এর বিদ্যুৎ পরিবহন ক্ষমতাও তুলনামূলকভাবে বেশি হয়।

কেন সব যন্ত্রের প্লাগে তিন পিন থাকে না?

সাধারণত যেসব যন্ত্রের বাইরের কাঠামোটি প্লাস্টিক বা এরকম অপরিবাহী পদার্থে তৈরি সেসব যন্ত্রের প্লাগে দুই পিনের প্লাগ ব্যবহার করা হয়। কারণ এগুলোর বাইরের কাঠামোর সংস্পর্শে বৈদ্যুতিক শক লাগার আশংকা নেই।

Print Friendly, PDF & Email
  • আরও পড়ুন:

  • প্রশ্ন ও উত্তর: