সিম কার্ডের ফোন নম্বর ভুলে গেছেন?

শিহাব উদ্দিন আহমেদ | ফেব্রুয়ারী ৯, ২০১৪

SIM photoবাংলাদেশে ছয়টি মোবাইল ফোন অপারেটর কাজ করছে এবং অনেকেই ৪/৫ টি বা আরও বেশি সংখ্যক মোবাইল ফোন সিম কার্ড ব্যবহার করছেন। এতগুলো সিম কার্ডের নম্বর (ফোন নম্বর) মনে রাখা বেশ কঠিন এবং ভুলে গেলে ব্যালান্স ফুরোনোর পর একাউন্ট রিচার্জ বা ‘টপ আপ’ করতে গিয়ে সমস্যা হয়, কাগজপত্র হাতের কাছে না থাকলে  রিচার্জ কার্ড কেনা ছাড়া উপায় থাকে না।

কিন্তু বিনা পয়সায় ফোন নম্বর জানার সুযোগ আছে প্রায় সব অপারেটরের ক্ষেত্রেই। নিচের কোডগুলো ডায়াল করলে সাথে সাথেই ডিসপ্লেতে ফোন নম্বর প্রদর্শিত হবে।

  • টেলিটক: *551#
  • গ্রামীণফোন: *111*8*2# অথবা *2#
  • বাংলালিংক: *511#
  • রবি: *140*2*4#
  • এয়ারটেল: *121*6*3#
  • সিটিসেল: Mdn লিখে 7678 নম্বরে এসএমএস পাঠাতে হবে (ফ্রি)
Print Friendly, PDF & Email
  • আরও পড়ুন:

  • প্রশ্ন ও উত্তর: