‘ক্ষারক কি’ শিরোনামে লেখাটিতে এরই মধ্যে উল্লেখ করেছি, ক্ষারক (base) হচ্ছে এমন সব রাসায়নিক দ্রব্য যা এসিডকে প্রশমিত করতে পারে। সব ক্ষারক পানিতে দ্রবীভূত হয় না। যেসব ক্ষারক পানিতে দ্রবীভূত হতে পারে তাদের বলা হয় ক্ষার (alkali)। যেমন সোডিয়াম হাইড্রোক্সাইড। এটি এসিডকে প্রশমিত করতে পারে আবার পানিতে দ্রবীভূতও হতে পারে। এদিকে কপার বা জিঙ্ক অক্সাইড ক্ষারক হলেও ক্ষার নয় কারণ এগুলো পানিতে দ্রবীভূত হয় না। সহজভাষায় সব ক্ষারই ক্ষারক কিন্তু সব ক্ষারকই ক্ষার নয়।