ক্ষার ও ক্ষারক কি?

শিহাব উদ্দিন আহমেদ | ডিসেম্বর ১৬, ২০১৭
Bases-v-alkali photo

ক্ষারক কি’ শিরোনামে লেখাটিতে এরই মধ্যে উল্লেখ করেছি, ক্ষারক (base) হচ্ছে এমন সব রাসায়নিক দ্রব্য যা এসিডকে প্রশমিত করতে পারে। সব ক্ষারক পানিতে দ্রবীভূত হয় না। যেসব ক্ষারক পানিতে দ্রবীভূত হতে পারে তাদের বলা হয় ক্ষার (alkali)। যেমন সোডিয়াম হাইড্রোক্সাইড। এটি এসিডকে প্রশমিত করতে পারে আবার পানিতে দ্রবীভূতও হতে পারে। এদিকে কপার বা জিঙ্ক অক্সাইড ক্ষারক হলেও ক্ষার নয় কারণ এগুলো পানিতে দ্রবীভূত হয় না। সহজভাষায় সব ক্ষারই ক্ষারক কিন্তু সব ক্ষারকই ক্ষার নয়।

Bases-v-alkalis photo

সব ক্ষারই ক্ষারক কিন্তু সব ক্ষারকই ক্ষার নয়।

Print Friendly, PDF & Email
  • আরও পড়ুন:

  • প্রশ্ন ও উত্তর: