আপনার থার্মোমিটার কি আবহাওয়া দপ্তরের চেয়ে ভিন্ন?

Weather thermometer-1আবহাওয়ার খবরে দিনের তাপমাত্রার যে তথ্য দেয়া হয় তা আপনার থার্মোমিটারের সাথে নাও মিলতে পারে। কোন একদিন হয়ত খবরে শুনলেন সেদিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬ ডিগ্রি সেলসিয়াস, অথচ সেদিনই আপনি গাড়ির থার্মোমিটারে দিনের তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াস দেখতে পেয়েছেন। তবে কি আবহাওয়া দপ্তর আপনার শহরের তাপমাত্রা সম্পর্কে ভুল তথ্য দিচ্ছে?

এটা কিন্তু আবহাওয়া দপ্তরের সমস্যা নয় আবার আপনার ঘরে, বাগানে বা গাড়িতে থাকা থার্মোমিটারের সমস্যাও নয়। সাধারণত গাড়িতে থাকা থার্মোমিটার প্রকৃত তাপমাত্রার চেয়ে দু’ডিগ্রি সেলসিয়াস বেশি তাপমাত্রা দেখায়। গাড়ি ধাতব পদার্থে তৈরি, এটি তাপ শোষণ করে আবার পিচ ঢালা কালো রাজপথও দিনের বেলা বেশ তাপ শোষণ করে যা আপনার চারপাশের তাপমাত্রা বাড়িয়ে দেয়ার জন্য যথেষ্ট। একইভাবে আপনার ঘরের ভেতর বা বাগানে থাকা থার্মোমিটারও অনেক কিছু দ্বারা প্রভাবিত হয়।

সমাধান, স্টিভেনসন স্ক্রিন

Weather thermometer-2তাপমাত্রা মাপার জন্য স্টিভেনসন স্ক্রিন নামে এক প্রকার বাক্সের ভেতর থার্মোমিটার রাখে আবহাওয়া দপ্তর। ব্রিটিশ প্রকৌশলী এবং আবহাওয়াবিদ থমাস স্টিভেনসন বাক্সটি উদ্ভাবন করেন। বাক্সটি সাদা রঙের হওয়ায় সূর্যের আলো প্রতিফলিত করে, আবার ছিদ্র থাকায় বাইরের বাতাসও ভেতরে প্রবেশ করতে পারে। এছাড়া অন্যান্য প্রভাব এড়াতে গাছপালা এবং দালানকোঠা থেকে দূরে সমতল ভূমিতে একটি নির্দিষ্ট উচ্চতায় স্টিভেনসন স্ক্রিন রাখা হয়। এর ভেতর থার্মোমিটার ছাড়া হাইগ্রোমিটার, ব্যারোমিটারসহ অন্যান্য যন্ত্রপাতিও থাকতে পারে।

আবহাওয়া দপ্তরের এসব শর্ত মেনে তাপমাত্রা মাপলে দেখা যাবে আপনার থার্মোমিটারের তাপমাত্রা আবহাওয়া দপ্তরের দেয়া তথ্যের সাথে অনেকটাই মিলে যাচ্ছে। অবশ্য ডাক্তারি থার্মোমিটারে কাজ হবে না, জ্বর মাপার ডাক্তারি থার্মোমিটারে কেবল সীমিত পরিসরে ফারেনহাইট স্কেলে তাপমাত্রা মাপা সম্ভব।

Print Friendly, PDF & Email
  • আরও পড়ুন:

  • প্রশ্ন ও উত্তর: