পেসমেকার কি?

শিহাব উদ্দিন আহমেদ | আগস্ট ৮, ২০১৬

অনিয়মিত হৃৎস্পন্দনের রোগীদের হৃৎস্পন্দন স্বাভাবিক রাখতে রোগীর বুকে বা পেটের চামড়ার নিচে যে বিশেষ যন্ত্র বসিয়ে দেয়া হয় তাই পেসমেকার।

হৃৎপিণ্ড পাম্পের মত সারা দেহে রক্ত সরবরাহ করে। এটি হয় হৃৎপিণ্ডের পেশীর সংকোচন ও প্রসারণের মাধ্যমে। হৃৎপিণ্ডে নিজস্ব একটি বৈদ্যুতিক ব্যবস্থা রয়েছে যাকে প্রাকৃতিক পেসমেকার বলা যায়। এখান থেকে সৃষ্ট বিদ্যুৎ পেশীর সংকোচন ও প্রসারণ নিয়ন্ত্রণ করে।

অনেকের ক্ষেত্রে দেখা যায় এই বিদ্যুৎ স্পন্দন ঠিকভাবে তৈরি হচ্ছে না ফলে সংকোচন প্রসারণ অনিয়মিত হয়ে পড়ে। কারো ক্ষেত্রে হৃৎপিণ্ড স্বাভাবিকের চেয়ে দ্রুত স্পন্দিত হয় আর কারো ক্ষেত্রে ধীরে স্পন্দিত হয়। অনিয়মিত হৃৎস্পন্দনের ফলে রক্ত সরবরাহ বিঘ্নিত হলে রোগীর শ্বাসকষ্ট দেখা দিতে পারে, রোগী ক্লান্ত অনুভব করতে পারেন, অজ্ঞান হয়ে যেতে পারেন, দেহের গুরুত্বপূর্ণ অঙ্গের কার্যক্রম বিঘ্নিত হতে পারে, এমনকি রোগী মারাও যেতে পারেন।

তাই রোগীর শরীরে আলাদাভাবে পেস মেকার বসিয়ে দেয়া হয়। এতে কয়েকবছর মেয়াদী ব্যাটারি থাকে, যেখান থেকে প্রয়োজনীয় বিদ্যুৎ তরঙ্গ তৈরির মাধ্যমে হৃৎস্পন্দন স্বাভাবিক রাখা হয়। পেস মেকার স্থায়ী এবং অস্থায়ী দু’ধরনের হতে পারে।

Print Friendly, PDF & Email
  • আরও পড়ুন:

  • প্রশ্ন ও উত্তর: