লাফিং গ্যাসের রাসায়নিক নাম নাইট্রাস অক্সাইড। নাইট্রোজেন এবং অক্সিজেনের পরমাণুর সমন্বয়ে লাফিং গ্যাস অণু গঠিত হয়, এর রাসায়নিক সংকেত N2O ।
হাসির উদ্রেক ঘটানো এ গ্যাসটি অনেক সময় পশ্চিমা দেশগুলোয় বিভিন্ন পার্টিতে ব্যবহার করা হয়। ব্যথানাশক ধর্ম থাকায় চিকিৎসকগণ নাইট্রাস অক্সাইড বা লাফিং গ্যাস ব্যবহার করেন। অক্সিজেনের মত মতই জারণ ধর্ম রয়েছে নাইট্রাস অক্সাইডের। তাই রকেটের জ্বালানি হিসেবেও ব্যবহার করা হয়। গ্যাসটি বিষাক্ত না হলেও অতিরিক্ত মাত্রায় প্রয়োগ মৃত্যুর কারণ হতে পারে।
আরও দেখুন: সারিন গ্যাস