বায়ু প্রবাহের গতি মাপার যন্ত্রের নাম এনিমোমিটার।
যেভাবে কাজ করে:
বাতাসের প্রবাহ যেভাবে বায়ু-কলের টার্বাইনকে ঘোরায় সেভাবে এনিমোমিটারের টার্বাইনকেও ঘোরায়। বায়ুপ্রবাহের বেগ যত বেশি হয় ঘূর্ণনের হার তত বেশি হয়। এই ঘূর্ণনের হার থেকে বায়ু প্রবাহের বেগ বুঝে নেয়া হয়। কিছু এনিমোমিটারে ঘূর্ণন গণনার ব্যবস্থা থাকে আর কিছু এনিমোমিটার সরাসরি ছোট একটি জেনারেটরের সাথে যুক্ত থাকে। বায়ু প্রবাহের বেগ বাড়লে বিদ্যুৎ উৎপাদনের মাত্রা বৃদ্ধি পায়। একটি ইলেকট্রনিক ব্যবস্থার মধ্যমে বিদ্যুৎ উৎপাদনের মাত্রা বৃদ্ধি থেকে বায়ু প্রবাহের বেগ নির্ণয় করা হয়।
ইদানীং অনেক এনিমোমিটারে আলট্রাসাউন্ড এবং লেজারের মত আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়।