ভারী পানি বা ভারী জল কি?

শিহাব উদ্দিন আহমেদ | আগস্ট ৫, ২০১৬

অক্সিজেন আর হাইড্রোজেন পরমাণুর সমন্বয়ে পানির অণু গঠিত হয়। সাধারণ হাইড্রোজেন আইসোটোপের বদলে হাইড্রোজেনের ভারী আইসোটোপ যেমন ডিউটেরিয়াম পরমাণু দিয়ে গঠিত পানিকে ভারী পানি বলে। এ পানি সাধারণ পানির চেয়ে কিছুটা ভারী হয়। বিভিন্ন শিল্প এবং পারমাণবিক প্রকল্পে এর ব্যবহার রয়েছে।

আরও জানতে: ভারী পানি বা ভারী জল

Print Friendly, PDF & Email
  • আরও পড়ুন:

  • প্রশ্ন ও উত্তর: