অক্সিজেন আর হাইড্রোজেন পরমাণুর সমন্বয়ে পানির অণু গঠিত হয়। সাধারণ হাইড্রোজেন আইসোটোপের বদলে হাইড্রোজেনের ভারী আইসোটোপ যেমন ডিউটেরিয়াম পরমাণু দিয়ে গঠিত পানিকে ভারী পানি বলে। এ পানি সাধারণ পানির চেয়ে কিছুটা ভারী হয়। বিভিন্ন শিল্প এবং পারমাণবিক প্রকল্পে এর ব্যবহার রয়েছে।
আরও জানতে: ভারী পানি বা ভারী জল