বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট তৈরি হয় টাংস্টেন ধাতু দিয়ে। এর মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হলে এটি উত্তপ্ত হয়ে উজ্জ্বল আলো বিকিরণ করতে শুরু করে। এ সময় (উচ্চ তাপমাত্রায়) অক্সিজেনের সংস্পর্শ পেলে এটি পুড়তে শুরু করে। এটি প্রতিহত করতে বায়ুশূন্য বাল্ব প্রয়োজন হয়। নিষ্ক্রিয় গ্যাস ভরে দিলেও চলে।
মহাশূন্যে তো অক্সিজেন নেই, সেখানে কি হবে?
মহাশূন্যে অক্সিজেন না থাকায় সেখানে উচ্চ তাপমাত্রায় ফিলামেন্ট পুড়ে যাওয়ার আশঙ্কা নেই। তাই ফিলামেন্টকে বাল্বের ভেতর রাখার কোন প্রয়োজন নেই।
ফিলামেন্ট যে কারণে অকেজো হয়ে পড়ে
উচ্চ তাপমাত্রায় ফিলামেন্ট তার টাংস্টেন পরমাণু হারাতে থাকে, ফলে ধীরে ধীরে ফিলামেন্ট দুর্বল হয়ে পড়ে।
হ্যালোজেন গ্যাস
হ্যালোজেন গ্যাসের উপস্থিতি ফিলামেন্টের দুর্বল হয়ে যাওয়া শ্লথ করে দেয় এবং উচ্চ তাপমাত্রায় বেশি পরিমাণে আলো উৎপাদন সম্ভব হয়। কাজেই কাচের গোলকে মুড়ে রেখে ফিলামেন্টের দক্ষতা বাড়ানো যায়।