নারীর নিতম্বে এত আগ্রহ কেন পুরুষের?

অক্টোবর ৩, ২০১৭

বাণিজ্যিকতার এ যুগে নারীর নিতম্ব যেন পণ্যের প্রচারের এক মোক্ষম অস্ত্র। তা সেটি জিন্সের প্যান্ট থেকে শুরু করে অনেক কিছুর ক্ষেত্রেই দেখা যাচ্ছে। আবার নিতম্ব বা পাছার আকার সুন্দর করতে প্লাস্টিক সার্জারিও হচ্ছে দেশে দেশে। কিন্তু নিতম্ব কেন সৌন্দর্যের গুরুত্বপূর্ণ একটি অংশ হয়ে উঠলো, আর পুরুষেরই বা নারীর নিতম্বে এত আগ্রহ কেন?

এ প্রশ্নের উত্তর লুকিয়ে আছে বিবর্তনের নিয়মের ভেতর। যেকোনো প্রজাতি চাইবে তাদের উত্তরসূরিরা যেন সুস্থ-সবল হয়ে ওঠে এবং প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করে টিকে থাকতে পারে। সঙ্গী নির্বাচনের সময় নিজের অজান্তেই এসব নিয়ম দ্বারা নারী-পুরুষের সঙ্গী নির্বাচন প্রভাবিত হয়। সুস্থ সঙ্গী বা সঙ্গিনীর অর্থ সুস্থ উত্তরসূরি।

প্রশ্ন হল, এর সাথে নিতম্বের কি সম্পর্ক। আসলে সম্পর্ক অনেককিছুরই আছে, সেগুলোর মধ্যে নিতম্ব একটি। ‘Why women need fat’ বা নারীর কেন চর্বি প্রয়োজন এ শিরোনামে একটি বই লিখেছেন পিটসবার্গ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক উইল লাসেক। তার মতে গর্ভকালীন এবং স্তন্যদানকালীন সময়ে শিশুর মস্তিষ্কের বিকাশে বিশেষ ধরনের ওমেগা-৩ ফ্যাটি এসিড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আর এই বিশেষ ধরনের ওমেগা-৩ ফ্যাটি এসিড নারীর উরু এবং নিতম্বে সঞ্চিত থাকে। কাজেই ভারি নিতম্বের নারীকে সঙ্গিনী হিসেবে নির্বাচনের মাধ্যমে পুরুষ আসলে নিজের অজান্তেই সন্তানের জন্য সেই ফ্যাটি এসিডের সরবরাহ নিশ্চিত করে বুদ্ধিমান উত্তরসূরি তৈরির চেষ্টা করে। এমনকি বিভিন্ন সমীক্ষায়ও ভারি নিতম্বের অধিকারিণী মায়েদের সন্তানদের বুদ্ধিমত্তা বেশি হতে দেখা গেছে।

Print Friendly, PDF & Email
  • আরও পড়ুন:

  • প্রশ্ন ও উত্তর: