মার্ক টোয়েইন এর জীবনী (Biography of Mark Twain in Bangla) | পড়ার টেবিল থেকে

মার্ক টোয়েইন Photo

মার্ক টোয়েইন

(Mark Twain)


স্যামুয়েল ল্যাঙ্গহোর্ণ ক্লিমেন্স (Samuel Langhorne Clemens) [নভেম্বর ৩০, ১৮৩৫ - এপ্রিল ২১, ১৯১০] তাঁর আসল নাম, আর ছদ্মনাম মার্ক টোয়েইন। এ ছদ্মনামেই তিনি বেশি পরিচিত। তাঁর বড় পরিচয় তিনি একজন সাহিত্যিক এবং রম্য লেখক। আমেরিকার সাহিত্যের জনকও বলা হয় তাঁকে। তিনি এক সময় রিভারবোট পাইলট হিসেবে কাজ করেছেন, সাংবাদিকতা করেছেন, বিভিন্ন সময়ে নানা ব্যবসায়িক উদ্যোগও নিয়েছেন তিনি। এজন্য দেউলিয়াও হতে হয়েছে তাকে। দাসপ্রথা রাখা না রাখা নিয়ে আমেরিকার গৃহযুদ্ধ শুরু হলে দাসপ্রথার পক্ষে থাকা কনফেডারেটদের দলেই যোগ দিয়েছিলেন মার্ক টোয়েন। তিনি ছিলেন সুবক্তা, বক্তৃতা দিয়ে প্রচুর অর্থ কামিয়েছেন। উদ্ভাবনের নেশাও ছিল তাঁর, তিনটি উদ্ভাবনের পেটেন্ট করিয়েছিলেন মার্ক টোয়েইন।

বিখ্যাত উপন্যাস:

  • অ্যাডভেঞ্চার্স অফ টম সয়্যার (The Adventures of Tom Sawyer),
  • অ্যাডভেঞ্চার্স অফ হাকলবেরি ফিন (Adventures of Huckleberry Finn)।

আরও দেখুন: মার্ক টোয়েইন এর বিখ্যাত উক্তিগুলো

আরও জীবনী:






উক্তি এবং বিখ্যাত ব্যক্তি অনুসন্ধান