আলবের কাম্যু/আলবেয়ার কামু [জন্ম ৭ নভেম্বর, ১৯১৩ – ৪ জানুয়ারী, ১৯৬০] ছিলেন একজন ফরাসী দার্শনিক, লেখক এবং সাংবাদিক। ১৯৫৭ সালে মাত্র ৪৪ বছর বয়সে সাহিত্য নোবেল পুরস্কার পান। ইতিহাসে তিনি দ্বিতীয় সর্বকনিষ্ঠ নোবেল বিজয়ী। তাঁর উল্লেখযোগ্য বইয়ের মধ্যে রয়েছে, দি স্ট্রেঞ্জার, দি প্লেগ, দি মিথ অফ সিসিফাস, দি ফল এবং দি রেবেল।
কামু তৎকালীন ফরাসী উপনিবেশ আলজেরিয়ায় জন্মগ্রহণ করেন। তাঁর বাবা-মা ছিলেন ফরাসী বংশোদ্ভূত। আর আলবেয়ার কামুও ফরাসী নাগরিক ছিলেন। শহরের দরিদ্র এলাকায় বেড়ে উঠেছিলেন তিনি। পরবর্তীতে আলজিয়ার্স বিশ্ববিদ্যালয়ে দর্শনশাস্ত্রে পড়াশোনা করেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে ১৯৪০ সালে জার্মানি ফ্রান্স দখলের সময়টায় প্যারিসে ছিলেন তিনি। সেসময় ফ্রান্স ত্যাগের চেষ্টা করে ব্যর্থ হন। এরপর ফরাসী প্রতিরোধ শিবিরে যোগ দেন। এর অংশ হিসেবে Combat নামে একটি নিষিদ্ধ ঘোষিত সংবাদপত্রের নির্বাহী সম্পাদকের দায়িত্ব পালন করেন। যুদ্ধ শেষে একজন জনপ্রিয় ব্যক্তিত্বে পরিণত হন তিনি। বিশ্বের বিভিন্ন প্রান্তে বক্তৃতা দেয়ার জন্য আমন্ত্রিত হন। দু’বার বিয়ে করেন এছাড়া তার অনেকগুলো বিবাহবহির্ভূত সম্পর্ক ছিল। বাম ঘরানার লোক হলেও সোভিয়েত ইউনিয়নের সম্প্রসারণবাদের বিরোধী ছিলেন এবং একীভূত ইউরোপের সমর্থক ছিলেন। পরে আলজেরীয় যুদ্ধের সময় নিরপেক্ষ থাকেন এবং বহুত্ববাদকে সমর্থন করেন। এজন্য পরবর্তীতে সমালোচিতও হন তিনি।
আরও দেখুন: আলবেয়ার কামু এর বিখ্যাত উক্তিগুলো
আরও জীবনী: