স্টিফেন রিচার্ডস কভি এর জীবনী (Biography of Stephen Richards Covey in Bangla) | পড়ার টেবিল থেকে

স্টিফেন রিচার্ডস কভি Photo

স্টিফেন রিচার্ডস কভি

(Stephen Richards Covey)


স্টিফেন রিচার্ডস কভি (২৪ অক্টোবর, ১৯৩২ – ১৬ জুলাই, ২০১২) ছিলেন একজন আমেরিকান শিক্ষাবিদ, লেখক, ব্যবসায়ী এবং বক্তা। তাঁর সবচেয়ে জনপ্রিয় বই হচ্ছে ‘করিৎকর্মা লোকেদের সাতটি অভ্যাস’ (The 7 Habits of Highly Effective People)। ১৯৯৬ সালে টাইম ম্যাগাজিনের করা ২৫ জন প্রভাবশালী লোকের তালিকায় তাঁকে অন্তর্ভুক্ত করা হয়। মৃত্যুর সময় মার্কিন যুক্তরাষ্ট্রের ইউটা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন তিনি।

আরও দেখুন: স্টিফেন রিচার্ডস কভি এর বিখ্যাত উক্তিগুলো

আরও জীবনী:






উক্তি এবং বিখ্যাত ব্যক্তি অনুসন্ধান