আবুল কাশেম ফজলুল হক এর জীবনী (Biography of A. K. Fazlul Huq in Bangla) | পড়ার টেবিল থেকে

আবুল কাশেম ফজলুল হক Photo

আবুল কাশেম ফজলুল হক

(A. K. Fazlul Huq)


আবুল কাশেম ফজলুল হক (অক্টোবর ২৬, ১৮৭৩ - এপ্রিল ২৭, ১৯৬২): উপমহাদেশের স্বাধীনতা আন্দোলনের উত্তাল দিনগুলোয় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা বাংলাদেশী রাজনীতিক। আজকের বাংলাদেশের বরিশালে তার জন্ম হলেও ১৯৭১ সালে বাংলাদেশ রাষ্ট্রের অভ্যুদয়ের আগেই তিনি মারা যান। ব্রিটিশ শাসনামলে অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন, লাহোর প্রস্তাব পেশ করা, ঋণ সালিশি বোর্ড গঠনের মাধ্যমে তৎকালীন বাংলার দরিদ্র কৃষকদের শোষণ হাত থেকে রক্ষা করা, পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন ইত্যাদি ছিল তাঁর রাজনৈতিক জীবনের গুরুত্বপূর্ণ ঘটনা। সাহসী নেতৃত্বের জন্য 'শের-এ' বাংলা হিসেবে পরিচিত হয়ে উঠেন। মানুষের কাছে 'হক সাহেব' হিসেবেও পরিচিত ছিলেন তিনি।

আরও দেখুন: আবুল কাশেম ফজলুল হক এর বিখ্যাত উক্তিগুলো

আরও জীবনী: