এএসএম শাহজাহান এর জীবনী (Biography of A. S. M. Shahjahan in Bangla) | পড়ার টেবিল থেকে

এএসএম শাহজাহান Photo

এএসএম শাহজাহান

(A. S. M. Shahjahan)


এএসএম শাহজাহান (A. S. M. Shahjahan) [জন্ম: ১৯৪১ - মৃত্যু: ৬ ফেব্রুয়ারি, ২০১৯] ছিলেন বাংলাদেশ পুলিশের সাবেক প্রধান। তবে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হিসেবেই বেশি পরিচিত তিনি। ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের জন্য গঠিত নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারে মন্ত্রী পদমর্যাদায় শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা বিভাগ, বিজ্ঞান ও প্রযুক্তি, যুব ও ক্রীড়া বিষয়ক উপদেষ্টার দায়িত্ব পালন করেন। বাংলাদেশের অভ্যুদয়ের পর যে অল্প কয়েকটি নির্বাচনকে সুষ্ঠু হিসেবে গণ্য করা হয় সে বছরের নির্বাচনটি ছিল তার অন্যতম। পরবর্তী সময়েও এএসএম শাহজাহান ‘বাংলাদেশ পরিবেশ আন্দোলনের’ মত সংগঠনের সাথে নিজেকে সম্পৃক্ত রেখেছিলেন। এছাড়া যে সময়ে দেশে সুষ্ঠু নির্বাচন নিয়ে বিশেষ উৎকণ্ঠা ছিল না সে সময়ে গণতন্ত্র যেন কেবল পাঁচ বছর পর সুষ্ঠু নির্বাচনের আনুষ্ঠানিকতায় পর্যবসিত না হয় সেজন্য সোচ্চার ছিলেন তিনি। রাজনৈতিক দলগুলো যাতে সৎ ও যোগ্য প্রার্থীকে মনোনয়ন দেয় এবং নির্বাচনী প্রতিশ্রুতি রক্ষা করে সেলক্ষ্যে ‘সুশাসনের জন্য নাগরিকের’ (সুজন) হয়ে প্রচারণা চালান।

এএসএম শাহজাহানের জন্ম নোয়াখালীর বেগমগঞ্জে। মাত্র দু’বছর বয়সে বাবাকে হারান। কিন্তু তাঁর মায়ের ইচ্ছে ছিল ছেলে যেন সৎ ও আদর্শবান মানুষ হয়ে বেড়ে ওঠে। সততা ও নিয়মানুবর্তিতার শিক্ষা দেয়ার ক্ষেত্রে পুরোপুরি সফল হয়েছিলেন তাঁর মা। এএসএম শাহজাহান রাজশাহী ডিগ্রী কলেজ এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন। ১৯৬৬ সালে পুলিশ সুপার হিসেবে তদানীন্তন পূর্ব পাকিস্তান পুলিশ বাহিনীতে যোগ দেন। ১৯৭৬ সালে ঢাকা মেট্রোপলিটন পুলিশ গঠন করা হলে প্রথম ডেপুটি কমিশনার হিসেবে নিযুক্ত হন এএসএম শাহজাহান। দু’বার পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি’র প্রধানের দায়িত্ব পালন করেন। ১৯৯২ সালে বাংলাদেশ পুলিশের ১৫তম মহাপুলিশ পরিদর্শকের দায়িত্ব গ্রহণ করেন। পরবর্তী সময়ে বাংলাদেশ সরকারের সচিবের দায়িত্ব পালন করেন। এছাড়া ঢাকাস্থ ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের ভাইস চ্যান্সেলরের দায়িত্বও পালন করেন তিনি। ২০১৯ সালের ৬ ফেব্রুয়ারি ঢাকার একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন।

আরও দেখুন: এএসএম শাহজাহান এর বিখ্যাত উক্তিগুলো

আরও জীবনী:






উক্তি এবং বিখ্যাত ব্যক্তি অনুসন্ধান