এ পি জে আব্দুল কালাম এর জীবনী (Biography of A. P. J. Abdul Kalam in Bangla) | পড়ার টেবিল থেকে

এ পি জে আব্দুল কালাম Photo

এ পি জে আব্দুল কালাম

(A. P. J. Abdul Kalam)


আভুল পাকির জয়নুল-আবেদিন আব্দুল কালাম (Avul Pakir Jainulabdeen Abdul Kalam) [জন্ম ১৫ অক্টোবর, ১৯৩১ – মৃত্যু ২৭ জুলাই, ২০১৫] অত্যন্ত দরিদ্র পরিবারে জন্ম নিয়েও রকেট বিজ্ঞানী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। বলা হয়ে থাকে ভারতের আন্ত:মহাদেশীয় ক্ষেপণাস্ত্র ব্যবস্থা তাঁর হাতেই গড়ে উঠেছিল। ১৯৯৮ সালে ভারতের চালানো পারমাণবিক পরীক্ষাগুলোর ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিলেন তিনি। পরবর্তী সময়ে ভারতের রাষ্ট্রপতি হন। সেটি ছিল ২০০২ সালের ঘটনা। তাকে নিয়ে বিতর্ক কখনোই ছিল না। জনগণের রাষ্ট্রপতি হিসেবে পরিচিত হয়ে উঠেছিলেন তিনি। রাজনৈতিক এবং বিতর্কিত প্রসঙ্গ এড়িয়ে বক্তব্য দিতে পছন্দ করতেন তিনি। রাজনীতির চেয়ে তাঁর শিক্ষকসুলভ আচরণই মুখ্য ছিল। কিন্তু বলা হয়ে থাকে ভারতের গুজরাটে হিন্দু মৌলবাদীদের হাতে হাজার হাজার মুসলিম নিধন এবং তাতে সরকারের ইন্ধনের অভিযোগের প্রেক্ষাপটে একজন মুসলমান ব্যক্তিকে রাষ্ট্রপতি নির্বাচিত করার মাধ্যমে নিজেদের ভাবমূর্তি উদ্ধারের চেষ্টা চালিয়েছিল ভারত সরকার।

আরও দেখুন: এ পি জে আব্দুল কালাম এর বিখ্যাত উক্তিগুলো

আরও জীবনী:






উক্তি এবং বিখ্যাত ব্যক্তি অনুসন্ধান