অ্যাবিগেইল ভ্যান বিউরেন এর জীবনী (Biography of Abigail Van Buren (Pauline Phillips) in Bangla) | পড়ার টেবিল থেকে

অ্যাবিগেইল ভ্যান বিউরেন Photo

অ্যাবিগেইল ভ্যান বিউরেন

(Abigail Van Buren (Pauline Phillips))


তাঁর আসল নাম পলিন ফিলিপস (৪ জুলাই ১৯১৮ – ১৬ জানুয়ারি ২০১৩) আর ছদ্মনাম অ্যাবিগেইল ভ্যান বিউরেন। পত্রিকায় পাঠকের নানা সমস্যার জবাব দেয়ার কলাম ‘ডিয়ার অ্যাবি’ এর জন্য বিখ্যাত হয়ে আছেন তিনি। তাঁর এ কলাম বিশ্বের ১,৪০০টি সংবাদপত্রে ছাপা হত। যেগুলোর মোট পাঠকসংখ্যা ছিল ১১ কোটির মত। ১৯৬৩ থেকে ১৯৭৫ সময়কালে মার্কিন যুক্তরাষ্ট্রের সিবিএস রেডিওতে ‘ডিয়ার অ্যাবি’ অনুষ্ঠান পরিবেশন করে বিপুল জনপ্রিয়তা পেয়েছেন। তাঁকে এ ধরনের অনুষ্ঠানের পথিকৃৎ হিসেবে দেখা হয়।

পলিন ফিলিপসের কলামিস্ট জীবনের শুরুটা গল্পের মত। ১৯৫৬ সালের কথা, ৩৭ বছর বয়সী পলিন ফিলিপসের লেখালেখির কোন অভিজ্ঞতাই ছিল না। কিন্তু সান ফ্রিন্সিসকো ক্রনিকলের সম্পাদককে ফোন করে বসেন তিনি। তিনি বলেন, সান ফ্রিন্সিসকো ক্রনিকলে পাঠকের বিভিন্ন সমস্যার সমাধান দেয়ার যে কলামটি এখন ছাপা হচ্ছে তিনি তার চেয়ে ভালো লিখতে পারবেন। সেই সম্পাদক কয়েকজন পাঠকের পাঠানো সমস্যা সম্বলিত কিছু চিঠি পলিন ফিলিপসকে দেন আর এক সপ্তাহের মধ্যে এসবের সমাধান লিখে আনতে বলেন। কিন্তু পলিন ফিলিপস দেড় ঘণ্টার মধ্যেই সেগুলোর জবাব লিখে দেন। তাঁর লেখা দেখে সান ফ্রান্সিসকো ক্রনিকলের সম্পাদক সেদিনই কাজে যোগ দেয়ার আমন্ত্রণ জানান। অ্যাবিগেইল ভ্যান বিউরেন নামে লিখে গেছেন তিনি। মৃত্যুর পর কলামটির হাল ধরেছেন তাঁরই মেয়ে জিন ফিলিপস।

আরও দেখুন: অ্যাবিগেইল ভ্যান বিউরেন এর বিখ্যাত উক্তিগুলো

আরও জীবনী: