স্টিফেন হকিং (Stephen William Hawking)[ ৮ জানুয়ারি, ১৯৪২ - ১৪ মার্চ, ২০১৮)]- আইজ্যাক নিউটন এবং অ্যালবার্ট আইনস্টাইনের যুগের পর পদার্থবিজ্ঞানে যে বিজ্ঞানীর অবদান সবচেয়ে বেশি বলে মনে করা হয় তিনি ইংরেজ পদার্থবিজ্ঞানী স্টিফেন উইলিয়াম হকিং। আইজ্যাক নিউটন, চার্লস ব্যাবেজ এবং পল ডিরাকের মত স্টিফেন হকিংও কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে গণিত বিভাগে লুকাসীয় অধ্যাপকের (Lucasian Professor of Mathematics) পদ অলংকৃত করেছিলেন। তাঁর লেখা 'এ ব্রিফ হিস্টোরি অব টাইম' টানা ২৩৭ সপ্তাহ ব্রিটিশ দৈনিক সানডে টাইমসে বেস্ট সেলার তালিকায় ছিল।
আরও দেখুন: স্টিফেন হকিং এর বিখ্যাত উক্তিগুলো
আরও জীবনী: