অলিভার হার্ফোর্ড এর জীবনী (Biography of Oliver Herford in Bangla) | পড়ার টেবিল থেকে

অলিভার হার্ফোর্ড Photo

অলিভার হার্ফোর্ড

(Oliver Herford)


অলিভার হার্ফোর্ড (২ ডিসেম্বর, ১৮৬০ – ৫ জুলাই ১৯৩৫) ছিলেন একাধারে লেখক, শিল্পী, কবি, নাট্যকার এবং কার্টুনিস্ট। ইংল্যান্ডের শেফিল্ডে জন্ম হলেও ১৮৭৬ সালে বাবা-মায়ের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রে চলে আসেন। সেখানে পড়াশোনা শেষে লন্ডন এবং প্যারিসেও পড়াশোনার জন্য যান। এরপর থিতু হন নিউইয়র্কে। মৃত্যুর পূর্ব পর্যন্ত সেখানেই বসবাস করেছেন তিনি।

বই লেখার পাশাপাশি বিভিন্ন ম্যাগাজিনে নিয়মিত লিখেছেন। কার্টুন এঁকেছেন আর ছবি আঁকায় দক্ষতা থাকায় নিজের বইয়ের চিত্রাঙ্কনের কাজটি নিজেই করতেন। রসবোধের জন্য জন্য বিখ্যাত ছিলেন অলিভার হার্ফোর্ড। তাঁর আঁকা কার্টুন এবং রম্য লেখা বেশ জনপ্রিয়তা পায়। অলিভার হার্ফোর্ডের জনপ্রিয়তা দেখে অন্য দু’জন লেখক ছোট্ট একটি বই ছাপানোর সময় তৃতীয় লেখক হিসেবে তাঁর নাম বসিয়ে দেয়। আসলে এটি ছিল রসিক অলিভার হার্ফোর্ডের সাথে একটি রসিকতা। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে বইটি ভীষণ জনপ্রিয়তা পায় আর অলিভার হার্ফোর্ড লেখক হিসেবে তাঁর ভাগ চেয়ে বসেন। আসল দুই লেখক ইথেল মামফোর্ড এবং এডিসন মিজনার শেষ পর্যন্ত অলিভার হার্ফোর্ডকে তিন ভাগের এক ভাগ রয়্যালটি দিতে বাধ্য হন।

আরও দেখুন: অলিভার হার্ফোর্ড এর বিখ্যাত উক্তিগুলো

আরও জীবনী:






উক্তি এবং বিখ্যাত ব্যক্তি অনুসন্ধান