অ্যারন হিল (১০ ফেব্রুয়ারি, ১৬৮৫ – ৮ ফেব্রুয়ারি, ১৭৫০) ছিলেন একজন ইংরেজ নাট্যকার। মাত্র ১৪ বছর বয়সে ইস্তানবুল ভ্রমণে গিয়ে নিজ চোখে উসমানীয় (অটোমান) শাসন প্রত্যক্ষ করেন। এই ভ্রমণের ওপর ভিত্তি করে ১৭০৯ সালে ‘অটোমান সাম্রাজ্যের বর্তমান অবস্থার বিস্তৃত ও নিরপেক্ষ বয়ান’ (A Full and Just Account of the Present State of the Ottoman Empire) নামে একটি বই প্রকাশ করেন। ১৭টি নাটক লিখেছিলেন অ্যারন হিল এছাড়া বিভিন্ন ধরনের কবিতাও লিখেছেন। এসবের মধ্যে পোপকে নিয়ে স্যাটায়ারও রয়েছে।
আরও দেখুন: অ্যারন হিল এর বিখ্যাত উক্তিগুলো
আরও জীবনী: