সানবাথ বা সূর্যস্নান কি?

নভেম্বর ৪, ২০১৬

সূর্যের আলোয় থাকা আলট্রাভায়োলেট রশ্মির প্রভাবে চামড়ার বর্ণ গাঢ় করে নেয়ার যে চর্চা প্রচলিত তাই সানবাথ বা সূর্যস্নান; এটি সান ট্যানিং হিসেবেও পরিচিত। পরিমিত সূর্যস্নান ত্বকে মেলানিন এবং ভিটামিন ডি এর উৎপাদন বাড়ায়, কিন্তু অতিরিক্ত সূর্যালোক সানবার্ন এবং ত্বকের ক্যান্সারের ঝুঁকি তৈরি করে। এছাড়া এতে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাও কমে আসতে পারে।

সানবাথের জন্য সূর্যের আলো ছাড়াও ট্যানিং বেডে আলট্রাভায়োলেট ল্যাম্পের ব্যবহার রয়েছে আর রাসায়নিকভাবেও এটি করা সম্ভব।

Print Friendly, PDF & Email
  • আরও পড়ুন:

  • প্রশ্ন ও উত্তর: