শিবরাম চক্রবর্তী এর জীবনী (Biography of Shibram Chakraborty in Bangla) | পড়ার টেবিল থেকে

শিবরাম চক্রবর্তী Photo

শিবরাম চক্রবর্তী

(Shibram Chakraborty)


শিবরাম চক্রবর্তী (ডিসেম্বর ১৩, ১৯০৩-আগস্ট ২৮, ১৯৮০): প্রখ্যাত বাঙালী লেখক এবং বিপ্লবী। ব্রিটিশ বিরোধী আন্দোলনে জড়িত থাকার জন্য জেল খেটেছেন। মেট্রিকুলেশন পরীক্ষাও দিতে পারেননি। কিন্তু স্বশিক্ষার মাধ্যমে নিজেকে তৈরি করেছিলেন। সাংবাদিকতা করেছেন, কবিতা, গল্প, উপন্যাস, প্রবন্ধ সবই লিখেছেন। কিন্তু তাঁর সবচেয়ে বড় কীর্তি তার রম্য রচনাগুলো যা তাকে হাসির রাজা হিসেবে পরিচিতি এনে দেয়।

সারাজীবন অত্যন্ত অনাড়ম্বর জীবনযাপন করেছেন চিরকুমার শিবরাম চক্রবর্তী। অর্থাভাবে ফুটপাতে রাত্রিবাসও করতে হয়েছে তাঁকে। জীবনের অধিকাংশ সময় কলকাতায় মুক্তারামবাবু স্ট্রীটের একটি মেস বাড়িতে তৃতীয় তলার একটি কক্ষে কাটিয়ে দিয়েছেন। জীবনের শেষ দিনগুলো অনেক অর্থকষ্টে কাটাতে হয়েছে। এক পর্যায়ে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য সরকার তাকে মাসিক ভাতা দিতে শুরু করে।

আরও দেখুন: শিবরাম চক্রবর্তী এর বিখ্যাত উক্তিগুলো

আরও জীবনী:






উক্তি এবং বিখ্যাত ব্যক্তি অনুসন্ধান